এসডি সোহল রানা: শ্রীবরদীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নবনির্বাচিত ৪১ সদস্য র আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে এতে নির্বাচিত হয়েছে, আহ্বায়ক,,শ্রী লিটন প্রসাদ রায়, সদস্য সচিব,শ্রী পরিতোষ চন্দ্র বর্মন, যুগ্ন আহ্বায়ক,পুসন রবিদাস, যুগ্ম আহ্বায়ক
অসীম চন্দ্র বর্মন (বধু) যুগ্ন আহ্বায়ক,গণেশ বর্মন (সাগর) যুগ্ন আহবায়ক,শ্রী প্রদীপ ঠাকুর কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট শ্রীবরদী উপজেলা শাখার
সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলা কমিটির আহবায়ক, শ্রী সুজিত দাস সুমন ও সদস্য সচিব, শ্রী শিপলু চন্দ্র চন্দ এবং যুগ্ন আহ্বায়ক, শ্রী রাজন চন্দ্র দাস , যুগ্ন আহ্বায়ক,শ্রী রঞ্জিত সিংহ রাই, কে আর ও বলেন,
আহ্বায়ক,লিটন প্রসাদ রায়, ব্যক্তিগতভাবে আমি শেরপুর জেলা কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমি যেন কমিটির সকলকে সাথে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি ও সকলের সহযোগিতা চাই।
আরও খবর: নড়াইলের লোহাগড়ায় শিশু কে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে মহিলাসহ আটক ৪
Leave a Reply