1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  4. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  5. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  6. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে হারুন মজুমদার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হলেন অনিল বনিক বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা নাগরপুরে পাট উৎপাদনকারী চাষীদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ নওগাঁর ধামুইরহাট-পত্নীতলা ও বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে বকশীগঞ্জে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার নাগরপুরে সরকারি বিজ্ঞাপন নিয়ে তেলেসমাতি, বঞ্চিত তালিকাভুক্ত সাংবাদিকরা শেরপুরের দুই উপজেলা পরিষদের নির্বাচন  নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত ডাবিংয়ে ফারজানা সুমি’র ‘আতরবিবিলেন’

ফুলপুরে জমিসংক্রান্ত জেরে কৃষি অধিদপ্তরের প্রদর্শনী বাগান কাটার অভিযোগ উভয় পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৫৪ বার পঠিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতাঃ

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত জেরে কৃষক আতিকুর রহমানের লক্ষ লক্ষ টাকার কৃষি অধিদপ্তরের প্রদর্শনীর বাগানের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

জমি নিয়ে পারিবারিক কলহের জেরে ঐ প্রদর্শনীতে থাকা সমস্ত গাছ কাটেন বড়ভাই সুরুজ আলী ও তার লোকজন। উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও এ গাছ কাটায় এলাকায় থমথমে বিরাজ করছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ভূক্তভোগী শিক্ষক আতিকুর রহমান সহ আহত হয়েছে ৩ জন। এ বিষয়ে উভয় পক্ষ থেকে ফুলপুর থানায় মামলা করা হয়েছে গতকাল রাতে।

জানা যায়, বওলা ইউনিয়নের কৃষক আতিকুর রহমানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত¡াবধানে প্রায় তেইশ শতক ভূমিতে মাল্টা,লেবু,সুপারী,আম,কাঠালসহ শতাধিক গাছ রয়েছে। ফুলপুর উপজেলা কৃষি অফিস কৃষক আতিকুর রহমানকে ভূমির ১০ শতাংশের মধ্যে ২০২১ সালে একটি প্রদর্শনী দেন।

কৃষি অফিসের সহায়তায় এ ভূমিতে মাল্টা,লেবু,সুপারীসহ বিভিন্ন গাছ লাগান। তাঁর কঠোর পরিশ্রম ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তার সহায়তায় ৪০ টি মাল্টাগাছ,১০টি লেবুগাছ,২০টি সুপারীগাছ পরিচর্যা করে খুব দ্রæত সময়ে বড় হয়ে যায়। গত ৯ নভম্বের বৃহস্পতিবার সকালে প্রদর্শনীতে থাকা সবগাছ কেটে ফেলায় চরম হতাশায় ভূগছেন তিনি। এ ঘটনায় গত (১১নভম্বের ) শনিবার ফুলপুর থানায় অভিযোগ করেন ভূক্তভোগী কৃষক।

স্থানীয় সুত্রে জানা যায়, পৈতৃক সুত্রে ও ক্রয় সুত্রে এ জমি প্রায় ৬ বছর ধরে দখলে রয়েছে কৃষক আতিকুর রহমানের। অপরদিকে বড় ভাই সুরুজ আলীর দাবি তিনিও ক্রয়সুতে এ জমির মালিক। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশে সিদ্ধান্ত মোতাবেক জমি ভাগ করে দেওয়া হলে গাছ না কাটার জন্য সিদ্ধান্ত হয় । কৃষক আতিকুর রহমান বলেন তিনি একজন শিক্ষক।

পরিবার নিয়ে ফুলপুর শহরে থাকায় গত বৃহস্পতিবার গাছগুলো কেটে ফেলেন বড়ভাই সুরুজ আলী ও তার লোকজন। তিনি বলেন ছোটভাই লিয়াকত আলীর কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেছেন ও পৈত্রিক সুত্রে বাকি জমির মালিক তিনি। অপর দিকে অভিযুক্ত সুরুজ আলীও ছোটভাই লিয়াকত আলীর কাছ থেকে জমি ক্রয় করছেন। জমির দলিলে মৌজার নাম উল্লেখ থাকলেও আমার প্রদর্শনীতে তার নজর পড়ে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা হলেও তিনি না মেনে নেওয়া আদালতের কাছে যাই। আদালতের নিষেধ না মেনে এ সর্বনাশ করছেন তিনি। অপর দিকে সুরুজ আলীর দাবি তিনিও ছোট ভাইয়ের কাছ থেকে ক্রয় করছেন এ জমি। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কাটা ঠিক হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে সুরুজ আলী বলেন আমি অসুস্ত কছিু বলতে পারবো না,আমার ছলেে রাসলে বলতে পারব,েরাসলেকে মোটুফোনে গাছ কাটার বষিয়ে প্রশ্ন করলে বলনে, আরকে জনরে জায়গায় গাছ লাগাইলইে হবে ।

ফুলপুর উপজেলার সাবেক কৃষি অফিসার ও ময়মনসিংহ বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন আমার মাধ্যমে এ প্রদর্শনী দেওয়া হয়েছে। এভাবে গাছগুলো কেটে ফেলা খুব দু:খজনক।
ফুলপুর উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহাম্মেদ বলেন, এ বিষয়ে কৃষক আতিকুর রহমান উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ করেছেন । বিষয়টি তদন্ত করার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ফুলপুর থানার ওসি আবুল খায়ের সোহেল বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গছেে আমি আমার এক অফসিারকে সরজেমনিে পাঠয়িছেি তার সাথে এখনো কথা হয়ন।ি তবে অভিযুক্তদের যইে হউক তার বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ শেরপুরের ঝিনাইগাতিতে পুর্ব শত্রুতার জের ধরে মারপিট

সৌদিতে ক্লিনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park