রাজিবপুর প্রতিনিধি :ডেঙ্গুতে মৃত্যু ও রোগী প্রতিদিনই বাড়ছে। আগস্ট-সেপ্টেম্বর ডেঙ্গুর মৌসুম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর ব্যাপক গরমও পড়েছে।
এই রকম পরিস্থিতিতে ডেঙ্গু বাড়ার আশঙ্কা থাকে। তাই ডেঙ্গুতে মৃত্যু নয় চাই সচেতনতা আর এই সচেতনতা বাড়াতে আজ ১০ জুলাই সোমবার রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা তৈরি লক্ষে পরিদর্শন করেন।
প্রথমে জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের পরে চর রাজিবপুর আলিম মাদ্রাসায় পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্কুলের মাঠ পরিস্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি বাড়ির আঙিনায় ভালো ভাবে খেয়াল রাখতে হবে যাতে কোথাও পানি জমে না থাকে। ঘুমানো সময় মশারী বা কয়েল লাগাতে হবে।
নিজেদের পাশাপাশি প্রতিবেশীদের সচেতন করার তাগিদ দেন। শিক্ষকদের স্কুল প্রতিষ্ঠানে ক্লাস রুম ও মাঠ পরিস্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ নিদর্শনা দেন তিনি। এই সময় দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply