1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  4. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  5. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  6. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  7. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  8. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ যশোরে ৯ নভেম্বর শুরু কুয়াকাটার লতাচাপলীতে লবণাক্ত পানি পরিশোধন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজনের কারাদণ্ড নড়াইলে বিলুপ্ত ঘোষণা ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খানসামা উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শৈলকুপায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলবে না

ইনসাফ ভিত্তিক আধুনিক হাটহাজারী গড়তে সকলের সহযোগিতা কামনা করলেন মাওলানা নাছির উদ্দিন মুনির

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত
17

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির।

হাটহাজারীর আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সর্বস্তরের জনসাধারণ সমর্থিত এই প্রার্থী ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ ও আধুনিক হাটহাজারী গড়তে আলেম সমাজ, সুধীজন ও সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকালের দিকে পৌরসদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সুধীজন ও সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি বলেন, গত ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে হাটহাজারীর গণমানুষ এবং ওলামায়ে কেরাম ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন।

যার কারনে আমার সাধ্যমত প্রান্তিক এবং মজলুম মানুষের পাশে থেকে মাদরাসা ,মসজিদ, মন্দির, প্যাগোডা সহ সর্বস্তরে সেবা করার সুযোগ হয়েছিল। আমি হাটহাজারীর মানুষের পরীক্ষিত বন্ধু।

অবহেলিত এই হাটহাজারীকে আধুনিক, নিরাপদ এলাকায় পরিণত করার জন্য আপনারা আমাকে পুনরায় সুযোগ প্রদান করবেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমাকে মনোনয়ন দিয়েছে।

আমি নির্বাচিত হলে হাটহাজারী আসনকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ । এই আসনের সকল উন্নয়ন মুলক কর্মকান্ড জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক,ইভটিজিং ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই।

আমার স্বপ্ন, আমার অঙ্গীকার, এমপি হবে জনতার। আমি নির্বাচিত হলে হাটহাজারীকে মডেল এলাকায় পরিণত করতে জনগণকে সাথে নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

নির্বাচনি এলাকাকে নিরাপদ বাসযোগ্য ও শান্তিময় করার আশ্বাস দিয়ে মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, ‘পরিকল্পিত ও টেকসই উন্নয়নে বাসযোগ্য এলাকা গড়তে চাই। নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত বিনির্মাণ আমার স্বপ্ন।

আমাকে ভোট দিয়ে আপনাদের এই স্বপ্নের যাত্রার সারথি হতে অনুরোধ জানাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে হাটহাজারী-৫ আসনের সব এলাকার উন্নয়ন হবে দেশের জন্য অনন্য উদাহরণ।’

জমিয়তে উলামায়ে বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমদ দীদার কাসেমী,ফতেপুর মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী হাবিবুর রহমান কাসেমী, মেখল মাদরাসার মহাপরিচালক আল্লামা উসমান ফয়জী, চারিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা ওসমান সাঈদী, মেখল মাদরাসার প্রধান মুফতী ও হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমী, জামিয়া উম্মুল ক্বুরার মহাপরিচালক মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ নিজামপুরী, নাজিরহাট বড় মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী, জামিয়া রশিদিয়ার পরিচালক মুফতী আব্দুল আজিজ, ইছাপুর মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, জামিয়া দারুস সুফফার পরিচালক মুফতী সিরাজ উল্লাহ, হাটহাজারী উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা জাফর আহমদ, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী, হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, হেফাজতের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, মুহাম্মদ আহসান উল্লাহ,মাওলানা নছিম,মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা হাবিবুল হক বিন খালেদ,মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা ইয়াছিন মাদার্শাহী, মাওলানা লোকমান, মাওলানা শফিউল আলম, মাওলানা ইউনুস, মাওলানা ওজাইর আহমদ হামিদী, মুফতী বশিরুল করিম, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাসান মুরাদ, নূর মুহাম্মদ, ফোরকান সিকদার, মাওলানা আনিস, মাওলানা আবুল হাশেম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মুফতী মাসউদুর রহমান, মাওলানা ফারুক, মাওলানা ইকবাল মাদানী, মাওলানা জামশেদ আল মোবারক, মাওলানা আকতার হোসাইন, ছাত্র জমিয়ত নেতা যথাক্রমে সোহাইল মাহবুব, ফোরকান আলী, সাইফুল ইসলাম, বিন ইয়ামিন, তৌহিদুল ইসলাম, এমরান, জিহাদ, শামীম, মাহমুদুল হাসান মারুফ, আবিদ, রাফিউল ইসলাম, আব্দুল মোতালেব, মুহাম্মদ জনি, শাহাদাত হোসাইন পাভেল, সাঈদুল ইসলাম জিহান, আনাস মাহমুদ, প্রমুখ আলেম-ওলামা ও সুধীজন।

আরোও পড়ুননড়াইলে বাটুল মজুমদারের সিন্ডিকেটে জিম্মি রুপগঞ্জ মুরগী বাজার! ওজনে কম ও দাম বেশীসহ জোর করে দোকান দখল করে নেওয়ার অভিযোগ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park