মালিকুজ্জামান কাকা: বয়স মাত্র ৯বছর। এই বয়সেই ও ধরেছে সংসারের হাল। মনিরামপুরের হুমতলায় বাড়ি। ওর নাম রাকিব।
কাশিমনগর ইউপির একটি গ্রাম হুমতলা। যশোর শহরে রবিবার সকালে ও একটি সাইকেলে ডাব আর ডাব কাঁটা দা নিয়ে চলে এসেছে। কেন লেখপড়া হয়নি সেসব সম্পর্কে কিছুই ও বলেনি। বলবে ডাব বিক্রির তালে ও এতোই ব্যাস্ত ছিল যে ওসব বলার সময়ই হয়নি।
রাকিব শিশু। ও পড়েছে শিশু শ্রমের আওতায়।
কিন্ত এ দায় ওরতো নয়। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এই শিশুটির যখন পারিবারিক পিতা মাতার স্নেহ ছায়াতলে থাকার কথা তখন ও কেন জীবন যুদ্ধে। এই প্রশ্নের উত্তর আমরা জানিনা। সেটি পারিবারিক ট্রাজেডি। আর তাই ছোট্ট ক্ষুদে রাকিব এখন জীবনের রাজপথে ডাব বিক্রেতা। ওর শিক্ষা অধিকার পূরণ হয়নি। এমন হওয়ার কথা নয়। দুর্ভাগা রাকিব ওর জন্য আমাদের সম বেদনা প্রকাশ।
আরও খবর: ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু সহ মালামাল আটক
Leave a Reply