এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিশাল আকৃতির একটি গাঁ/জা গাছ সহ এক গাঁ*জা চাষিকে আ*ট*ক করেছে হরিনাকুন্ডু থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা কাদের আলী ছেলে আসাদুল ইসলাম চান্টু (৪০) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁ/জা গাছ উদ্ধার করে এবং তাকে আ/ট/ক করেন।
আ/টক আসাদুল ইসলাম (চান্টু) তার বাড়িতে গোপনে একটি গাঁ/জা/র গাছ রোপণ করেছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু থানা পুলিশের নজরে গেলে একটি দল অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে মা/দ/ক বিরোধী অভিযান চালায়। অভিযানে ১২ ফুট লম্বা একটি গাঁ/জা গাছ উদ্ধার করে এবং তাকে আ/টক করে। উদ্ধার হওয়া গাঁ/জা গাছের কাচা অবস্থায় ওজন হয়েছে ৪ কেজি। আসাদুল ইসলাম চান্টুর স্ত্রী জানিয়েছেন, কিছুদিন আগে আমার ননদ লাগিয়েছে ফুল গাছ কিন্তু এখন দেখি হয়ে গেছে গাঁ/জা/র গাছ।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদুল ইসলাম চান্টুর বাড়িতে ১২ ফুট লম্বা একটি গাঁ/জা গাছ উদ্ধার এবং তাকে আ/ট/ক করা হয়। গাছটি সে নিজেই তার বাড়িতে রোপন করেছিল। তার বিরুদ্ধে মা/দ/ক/দ্রব্য আইনে মা/ম/লা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।
আরও পড়ুনঃ বসুন্ধরা-কার্যালয়ে মঙ্গলবার আমীরে জামায়াতের সঙ্গে চায়না-রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Leave a Reply