1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  4. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  5. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  6. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা পথচারী ও অটোরিকশা চালকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি পান করালেন পৌর মেয়র-লিটন রুহিয়ায় ইসতিসকার নামাজে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে দোয়া বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোভ্যান চালকের মৃত্যু শেরপুরে দাদন ব্যবসায়ী কর্তৃক দাদন গ্রহিতার বাড়িঘরে হামলা: আহত -৯ শেরপুরে ৩৪ জন মানুষ প্রাণে মারা গেছে!একই সময়ে মানুষ মেরেছে ৩০ টি হাতি! আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা আজ থেকে প্রচারে তানিন সুবহার ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ বকশীগঞ্জে সুজনের কমিটি গঠন

মা-মেয়েকে কু-প্রস্তাবের অভিযোগে পুলিশের এস আই কে গণধোলাই

  • আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০৬ বার পঠিত

 

ঠাকুরগাঁও  প্রতিনিধি: মাদকসেবন, নারী ইউপি সদস্য ও তার স্কুল পড়ুয়া মেয়েকে কু-প্রস্তাবের অভিযোগে এক এসআইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

শুক্রবার (১০মার্চ) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের রাধানগড় গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে রুহিয়া থানার কর্মরত এস আই জাহাঙ্গীর আলমের নারী কেলেঙ্কারি ঘটনাটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজনরা তার কঠোর শাস্তির দাবি জানান।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা এবং ঠাকুরগাঁও রুহিয়া থানায় এসআই হিসেবে কর্মরত। আর ভুক্তভোগী ওই নারী একই উপজেলার রাধানগড় গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর স্বামী জানান, আমার স্ত্রী ইউপি সদস্য হবার সুবাদে রুহিয়া থানার এসআই জাহাঙ্গীর আলমের সাথে পরিচয় হয়। প্রায় আমাদের বাড়িতে সে মাদক নিয়ে আসতেন। এর মাঝে আমার স্ত্রীকে বিভিন্ন আপত্তিকর কথা এবং তার সঙ্গে আপত্তিকর কাজে লিপ্ত হবার জন্য বলতেন। এমনি কি আমার দশম শ্রেনীতে পড়ুয়া মেয়েকেও কয়েকবার খারাপ কাজের প্রস্তাব দেন। আমার মেয়ে ও স্ত্রী রাজী না হওয়ায় জাহাঙ্গীর আরো বেপরোয়া আচরণ করতে শুরু করেন।

আমি প্যারালাইসিসের রোগী। এসআই জাহাঙ্গীর প্রচুর মাদক সেবন করেন। আমাকে সে মাদক সেবন করতে বাধ্য করতেন। শুক্রবার রাত ৮টার দিকে সে আমার বাড়িতে আসে মাদক সেবন শেষে ফের আমার স্ত্রীকে খারাপ কাজের প্রস্তাব দেয়। এ সময় আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘরে আটক করে গণধোলাই দেয়। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাকে আটোয়ারী থানায় নিয়ে যায়।

তিনি আরো বলেন, জাহাঙ্গীর অনেক খারাপ লোক। সে এর আগেও অনেক নারীর জীবন নষ্ট করেছে। সে পুলিশের চাকুরী করে বলে ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। তার মতো নারী লোভী পুলিশ আমি কখনো দেখিনি। তার বিচার আল্লাহই করবে। জাহাঙ্গীরের বিষয়ে থানায় অভিযোগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহাঙ্গীর নিজেই পুলিশের লোক। তার বিরুদ্ধে কাকে অভিযোগ দিবো? কে তার বিচার করবে?

স্থানীয় সংবাদকর্মী আলমগীর, আকাশ  আনোয়ার ও কুদরত  জানায়, পাশের জেলার আটোয়ারী উপজেলার রাধানগড় এলাকায় এক নারীর সাথে অবৈধ সম্পর্ক করতে গিয়ে গণধোলাই খেয়েছেন এক পুলিশের এসআই এমন তথ্য পেয়ে আমরা কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি রুহিয়া থানার এসআই জাহাঙ্গীর আলমকে কয়েকজন আটক করে রেখেছে। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর আলমকে থানায় নিয়ে যায়। এরপর রুহিয়া থানার ওসি সোহেল রানা এসআই জাহাঙ্গীর আলমকে নিজ থানায় নিয়ে আসেন। এ পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির মামালা আদালতে চলমান।

তবে বিষয়টি ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয় গুরুত্বসহকারে দেখবেন এবং অভিযুক্ত এসআইকে কঠোর শাস্তি দেওয়া হউক যাতে আগামীতে এমন জঘন্য কাজ না করে।

অভিযুক্ত এসআই জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে রাধানগড় ইউপির চেয়ারম্যান আবু জাহেদ বলেন, আমি শুনেছি পুলিশের এক এসআইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে। পরে পুলিশ আসলে সমস্যা সমাধান হয়ে যায়।
এব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এসআই জাহাঙ্গীর আলমের কাছে ওই নারী টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আনতে তার বাড়িতে যায় জাহাঙ্গীর। এর পর কি হয়েছে তা আমি জানি না। এ বিষয়ে আটোয়ারী থানায় যোগাযোগ করলে তারা ভালো বলতে পারবে।
তবে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্যঃ এর আগেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন সময়ে মাদক সেবন ও বিয়ের নামে ভুয়া কাবিন নামায় সাক্ষর করিয়ে এক নারীর সাথে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক স্থাপন করেন তিনি। পরে ওই নারী এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও ঠাকুরগাঁও আদালতে মামলা করেন। নারী কেলেঙ্কারির ঘটনায় জাহাঙ্গীর আলমকে পীরগঞ্জ থেকে রুহিয়া থানায় বদলী করা হলে গতকাল রাতে আবারো নারী ও মাদকের ঘটনায় গণধোলাইয়ের শিকার হন।

সৌদিতে ক্লিনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park