1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  4. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  5. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  6. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  7. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  8. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

নড়াইলের রূপগঞ্জের স্বর্ণপট্টীতে পূবালী ব্যাংকের ২৪২তম উপ-শাখার উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টিতে পূবালী ব্যাংকের ২৪২ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ আগষ্ট) বেলা ১২টার দিকে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান ও উপ-ব্যবস্থাপক শেখ মোঃ সামছুদ্দোহা।

পূবালী ব্যাংক নড়াইল শাখার সহকারী ব্যবস্থাপক কে.এম রাসেলের সভাপতিত্বে সভায় পূবালী ব্যাংকের সেবাখাত ও কার্যক্রম নিয়ে বক্তব্য দেন বিশেষ অতিথি পূবালী ব্যাংক যশোর শাখার সহকারী মহা-ব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম,

পূবালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ, পূবালী ব্যাংক রূপগঞ্জ উপশাখা প্রধান বিএম মাহফুজুর রহমান, নড়াইল শহরের ঠিকাদার ও ব্যবসায়ী হুমায়ুন কবীর, রেজাউল আলম, বিএম রফিকুল ইসলাম, তোফায়েল আহম্মেদ সহ অনেকে।

বক্তারা বলেন, ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ ও ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফায় শীর্ষে থাকা ব্যাংকগুলোর একটি এটি হলো পূবালী ব্যাংক। নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে।

গ্রাহকদের আকৃষ্ট করা ও সেবার মান আরো বৃদ্ধি করতে পূবালী ব্যাংকের স্টাফদের আরো বিনয়ী ও সেবার মান বৃদ্ধিও অনুরোধ জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ২৪২তম উপ-শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নড়াইল মডেল মসজিদের ঈমাম এইচএম জাকারিয়া হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যাবসায়ী, ঠিকাদার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park