1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  4. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  5. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  6. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  7. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  8. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

দেশে সাংবাদিক সুরক্ষা আইন: গণতন্ত্রের জন্য অপরিহার্য-সারাদেশ-গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক মোহঃ ফজলুর রহমানঃ সাংবাদিক সুরক্ষা আইন: গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য অপরিহার্য

“সারাদেশে সাংবাদিক নির্যাতন”
গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুস্থ সমাজ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কল্পনা করা অসম্ভব। আর এই স্তম্ভের প্রধান শক্তি হলেন সাংবাদিকরা। তারাই সমাজের অসঙ্গতি,দুর্নীতি, এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো সামনে নিয়ে আসেন,যা দেশের সার্বিক কল্যাণে অপরিহার্য।

কিন্তু দুঃখজনকভাবে, আমাদের দেশে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের প্রায়শই নানা ধরনের হয়রানি, নির্যাতন-মামলা, এমনকি জীবনের ঝুঁকির মুখে পড়তে হয়। উদাহরণ স্বরূপ-রংপুরে সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনে মারধর হেনস্তা এবং প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা,এই ঘটনা একটি নিন্দনীয় ঘটনা।

শুধু লিয়াকত আলি বাদল এই নন,এরকম সারাদেশে অসংখ্য সাংবাদিক প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। মানববন্ধন সমাবেশ বিক্ষোভ করে কোন ক্ষতিকার পাচ্ছে না তারা। উল্লেখ্য সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। যখন একজন সাংবাদিক শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের কারণে নির্যাতনের শিকার হন,তখন তা কেবল একটি ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি পুরো সাংবাদিকতা পেশা এবং জনগণের জানার অধিকারের ওপর আঘাত।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে একটি শক্তিশালী ‘সাংবাদিক সুরক্ষা আইন’প্রণয়ন করা জরুরি। এই আইনটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের ওপর যেকোনো ধরনের হামলা,হুমকি বা হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। আইনটি শুধু শাস্তি বিধানের মধ্যে সীমাবদ্ধ না থেকে,

সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও সুরক্ষার জন্য একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করবে। যদি সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারেন,তবে সমাজের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এটি জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে এবং দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে।

তাই,সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মনে রাখতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা মানেই জনগণের জানার অধিকারের সুরক্ষা, আর জনগণের কল্যাণই রাষ্ট্রের লক্ষ্য।

অপরদিকে-
রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপর হামলার প্রতিবাদে পুলিশ কমিশনার রংপুরকে স্বারকলিপি প্রদান করেন বুধবার রংপুরে কর্মরত সাংবাদিকদবৃন্দ।

আরও পড়ুন:শেরপুর -ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মদ ও চোরাচালানী মালামাল আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park