বিশেষ প্রতিনিধিঃ ৭১ মিডিয়া আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫, এই বছর অনলাইন মাল্টি মিডিয়া আইপি টেলিভিশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছেন চট্টগ্রামে একমাত্র সরকারি নিবন্ধন প্রাপ্ত আইপি টেলিভিশন “চ্যানেল সিএইচডি নিউজ টুয়্যান্টিফোর টেলিভিশন ও সিএইচডি টেলিভিশন চেয়ারম্যান মাসুদ রানা।
আজ ২৫শে জুলাই রোজ শুক্রবার মালিবাগ স্কাই সিটির হল রুমে এই অনুষ্ঠানে আরো অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম শাড়ির অভিনেতা, অভিনেত্রী,কন্ঠ শিল্পী, নির্মাতা, করিউগ্রাফার, ফ্যাশন ডিজাইনার সহ একঝাক তারকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর বিচারপতি মীর হাসমত আলী, প্রধান আলোচক রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত ও বিএনপির
চেয়ারপার্সন এর উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, নূর উদ্দিন আহমেদ, এনটিভর পরিচালক, রেজাবুদ্দৌলা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব, ফেরদৌস আরা কন্ঠ শিল্পী, মনির খান কন্ঠ শিল্পী, অভিনেত্রী দীপা খন্দকার, হাসান ইকরাম সিইও, ইভেন্টে কমিটি,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও ৭১ বাংলা মিডিয়ার প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ ।
স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ইশা। বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক আর কে রিপন।
অনুষ্ঠানে আজিবন সন্মাননা ফেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী দিলারা
জামান।
ধারাবাহিক ভাবে ২০২৫ সালের আরো একটি অর্জন দেশ সেরা আইপি টেলিভিশন মালিক হিসেবে মাসুদ রানা এর জন্য অভিনন্দন ও শুভ কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। এই অর্জনে আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সিএইচডি টেলিভিশনের দর্শকরা ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সিএইচডি টেলিভিশন এর হেড অফ নিউজ মোস্তফা জাহেদ, নিউজ টুয়্যান্টিফোর সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ,আব্দুল আওয়াল মুন্না, সিএইচডি টেলিভিশন এর স্টাফ রিপোর্টার সহ আরো অনেকেই।
আরও খবর সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ
Leave a Reply