বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
রাশেদুল ইসলাম রনি :” স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ -২০২৪ উদ্বোধন করা হয়েছে।
৭ জুন শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।
উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। র্যালি শেষে উপজেলা সম্মেলনের কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে, আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসমা- উল- হুসনা,বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান,মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দীক,উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক নূর মোহাম্মদ, সাংবাদিক জিএম বাবু, উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন(ভূমি ) উপসহকারী কর্মকর্তা শফি কামাল।
Leave a Reply