মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে রবিবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।সভায় শেরপুর জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান,পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা,সদর উপজেলা নিবার্হী অফিসার মিজাবে রহমত,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, পৌর-প্যানেল মেয়র কামাল হোসেন,সহ শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত কথা হয়।
Leave a Reply