এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ত্রিশাল পৌরসভার ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ জুন) সকালে ত্রিশাল পৌরসভা অডিটোরিয়ামে পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ ২১ কোটি ৯৮লাখ ২৫ হাজার ৪শত ৬৪ টাকার বাজেট ঘোষণা করেন।
পৌরসভার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,পৌর প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মানিক সাইফুল,১নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গণি কুসুম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন,
৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির,৮নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান (বাবুল),১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফাতেমা আক্তার মিনা,
৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভীনসহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন,
পৌরসভার টি এল সিসির সদস্যবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply