
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা:কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার করে পুলিশের এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ১২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়ির পাশে রাস্তা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির মালিক একই গ্রামের আব্দুল মজিদের ছেলে আবু সাঈদ। পরবর্তীতে তিনি রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। এরপর উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ময়মনসিংহ জেলার ভালুকা থানার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ১৮ অক্টোবর ভোররাতে (আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে) পুলিশ দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১️ সবুজ মিয়া (আবদুল মালেকের ছেলে), গ্রাম মরিচাকান্দি, রাজিবপুর, কুড়িগ্রাম।
২️ রাসেল মিয়া (জিয়ারুল হকের ছেলে), গ্রাম বদরপুর, রাজিবপুর, কুড়িগ্রাম।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও এই চক্রের আরও দুইজন সহযোগী চোরের নামও পুলিশ শনাক্ত করেছে, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন,
“আমরা অভিযোগ পাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের গতিবিধি সনাক্ত করি। পরিকল্পিত অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চুরির সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়রা পুলিশের এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর দাবি— রৌমারী অঞ্চলে চুরি-ছিনতাইসহ ছোটখাটো অপরাধ দমনে পুলিশের এমন পদক্ষেপ নিয়মিত হলে অপরাধের হার আরও কমে আসবে।
চুরির ঘটনায় রৌমারী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
Leave a Reply