
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ৫২ তম গ্রীষ্ম কালীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
কাহারোল উপজেলার কামর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগন হ্যান্ড বলে দক্ষতার পরিচয় দেওয়ায় উপজেলায় প্রশংসায় ভাসছে। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ যাহাতে কাহারোল উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে,
সেই লক্ষ্য কে কাজে লাগার জন্য সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ, পরিচালনা কমিটি ও অভিভাবক গন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ দিকে কাহারোল উপজেলা হ্যান্ড বলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম কামর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ
Leave a Reply