মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে আজ সোমবার সন্ধ্যায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) রাতে বিএনপির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে শেষ হয়। এতে জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল এবং (স্থগিতাদেশে থাকা) সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষণার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ মিলিতভাবে বিপুল ভোটে বিজয় এনে খালেদা জিয়াকে জয়ের উপহার দেবেন।
আরও পড়ুনঃ মোল্লাহাটে পুলিশের সদস্যের বাড়িতে ডাকাতি : নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.