নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দরে- পানিতে ডু'বে দুই বছরের শিশুর ম'র্মা'ন্তিক মৃ'ত্যু'র নিহিত করেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছামাদ।
একটি ম'র্মা'ন্তিক দু'র্ঘ'ট'না,যা সাধারণত খেলা করার সময় ঘটে থাকে। প্রায়শই, শিশুরা বাড়ির কাছাকাছি পুকুর বা ডোবায় খেলতে গিয়ে ডুবে যায় এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃ'ত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
এই ধরনের ঘটনা প্রতিরোধে শিশুদের উপর বিশেষ নজর রাখা অত্যন্ত জরুরি, বিশেষ করে যখন তারা পানি বা জলাশয়ের আশেপাশে থাকে।
ডুবে যাওয়ার কারণ বাড়ির পাশে খেলাধুলা করার সময় দু'র্ঘ'ট'না ঘটে। অনেক সময় শিশুরা খেলার ছলে জলাশয়ে নেমে পড়ে এবং তাদের পরিবারের সদস্যরা টের পায় না। কখনও কখনও তারা বালতি বা অন্য কোনো বড় পাত্রের পানিতে পড়েও মারা যায়। পরবর্তী পদক্ষেপ যদি আপনার সন্তান ডুবে যাওয়ার মতো কোনো ঘটনার সম্মুখীন হয়, তাহলে দ্রুততম সময়ে তাকে পানি থেকে উদ্ধার করুন। তাকে সোজা করে চিৎ করে একটি শক্ত পৃষ্ঠে শুইয়ে দিন।
যদি সে শ্বাস না নেয়,তাহলে অবিলম্বে উদ্ধার শ্বাস-প্রশ্বাস শুরু করুন এবং সাহায্যের জন্য কাউকে ডাকুন।
যদি তারা কাশি দেয়,তাহলে তাদের ফুস'ফুস থেকে পানি বের করার জন্য তাদের পিঠে চাপড় দিন।
প্রতিরোধমূলক ব্যবস্থা বাড়ির চারপাশে থাকা পুকুর,ডোবা বা অন্যান্য জলাশয়ের উপর কড়া নজর রাখুন। বাড়ির মধ্যে থাকা বালতি বা অন্যান্য পাত্রে পানি ভর্তি করে রাখবেন না,বা শিশুদের নাগালের বাইরে রাখুন। শিশুদের খেলার সময় তাদের কাছাকাছি থাকুন এবং তাদের উপর নজর রাখুন।
উল্লেখ্য যে, দিনাজপুরের রাণীরবন্দরে- বৃহস্পতিবার দুপুরে দুই ভাই বোন খেলতে গেলে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত পুকুর ভের-জ্বালায় পানিতে ডুবে দুই বছরের শিশু পত্র আসিফের মৃ'ত্যু হয়। আসিফের মা মোরশেদা খাতুন দীর্ঘদিন যাবত
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।
মোরশেদা খাতুন এর অভিযোগে জানা যায়, স্বামী-মনছুর আলী সেই সুযোগকে কাজে লাগিয়ে- বর্তমানে স্বামী কোথায় আছেন সেটাও সে জানেন না। পরিত্যক্ত হিসেবে বাবার বাড়িতে চারটি সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করছেন মোরশেদা খাতুন।
সে প্রতিদিনের ন্যায়-মানুষের বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করে আসছেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস-এসে শিশু বাচ্চার খোঁজখবর নেওয়ার এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুর- ভের জালায় লাশ ভাসমান হিসেবে পাওয়া যায়।
এ দুর্ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে- ১নং নশরতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দীঘল নালীপাড়ায়-
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
আরও পড়ুনঃ ৫ দিন ধরে স্থায়ী অবস্থান নিচ্ছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.