নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর রাজিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে শিক্ষকরা শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন।
১৩ অক্টোবর সোমবার সকাল থেকে শিক্ষকবৃন্দ শ্রেণিকক্ষ বর্জন করে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি অনুদানভুক্ত (এমপিওভুক্ত) শিক্ষকরা ন্যায্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক আশ্বাস সত্ত্বেও এখনো কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রসিদ মন্ডল বলেন- “আমাদের দাবি একেবারেই যৌক্তিক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শতকরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি না হলে শিক্ষক-কর্মচারীদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
অন্যদিকে শিক্ষক সমিতির নেতারা জানান, শুধু চর রাজিবপুর নয়, দেশের সকল টেকনিক্যাল ও বিএম কলেজের শিক্ষক-কর্মচারীরা একই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন। তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কর্মবিরতির কারণে কলেজের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষকবৃন্দের ন্যায্য দাবি সমর্থন করেন, তবে দ্রুত সমস্যার সমাধান হয়ে পাঠদান স্বাভাবিক হোক—এমন প্রত্যাশা তাদের।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা সতর্ক করে বলেন, দাবি আদায়ে সমাধান না এলে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার উপর বিরূপ প্রভাব ফেলবে।
আরও খবর:নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.