
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;
চট্টগ্রামের রাউজানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখা।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মুন্সির ঘাটা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার প্রচার সম্পাদক মাওলানা মুফতি ইব্রাহিম নূর এর সঞ্চালনায়ে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
এই সময় বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন ; হেফাজতে ইসলাম রাউজান এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মাওলানা হারুন, সহসভাপতি মাও. ইবরাহিম রহীমি, প্রচার সম্পাদক মুফতি ইবরাহিম নূর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, সাহিত্যে বিষয়ক সম্পাদক: মাও রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক: মাও. মাহমুদউল্লাহ,দাওয়া বিষয়ক সম্পাদক: মাও. শুআইব আরবনগরী, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আতিক উল্লাহ্ চৌধুরী , মুহাম্মদ মিজান, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ মিজান, মাও ইউনুস রহীমি, মাস্টার সোহাইল প্রমুখ।
গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননা করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্তের পর অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
সমাবেশে রাউজান উপজেলা হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাও হারুন রশিদ বলেন “আমরা ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত মেনে নিতে পারি না। তবে সহিংসতা নয়, শান্তিপূর্ণ উপায়ে সচেতনতা গড়াই আমাদের লক্ষ্য।”
সমাবেশে বক্তারা আরো বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিওচিত্র প্রচার করে আরও বড় অপরাধ করেছেন।
এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করছি।
আরও পড়ুন সুদের টাকা পরিশোধ না করায় ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর, গ্রেফতার ৪
Leave a Reply