জয়পুরহাটের পাঁচবিবিতে জানালার গ্রিল কেটে দূর্ধষ চুরি সংগঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা মধ্যপাড়া গ্রামের ওয়াহেদ ইসলামের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঐ বাড়ী থেকে স্বর্নলংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা। চোরেরা রাতের কোন এক সময় ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার মালা, কানের দূল সহ চার ভরি স্বর্ণ ও নগদ ৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। সকালে বাড়ীর লোকজনের সাড়া শব্দ না পাওয়ায় পাশের বাড়ীর লোকজন তাদের ডাকাডাকি করে জাগ্রত করেন।
পরে দেখেন তাদের সমস্ত ঘরের আসবাব পত্র এলোমেলা ও জানালার গ্রিল কাটা। চোরেরা চেতনানাশক জাতীয় কিছু স্প্রে করে বাড়ীর লোকজনকে অচেতন করে এই চুরির ঘটনা ঘটিয়েছে ধারণা করছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ জাতীয় নির্বাচনে ১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দিচ্ছে লেবার পার্টি : ডা. ইরান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.