কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলায় নিষিদ্ধ ঘোসিত ছাত্র লীগ কর্মী দের মিছিলের চেষ্টা কালে ২ জন ছাত্র লীগ কর্মী গ্রেফতার।
গত ১ অগাস্ট ২০২৫ শুক্রবার সন্ধ্যার দিকে কাহারোল থানা পুলিশ অপরাধ নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট তল্যাশি টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নের কাঁকর গ্রামের মাস্টারের মোড়ে মাস্ক পরিহিত ১০-১৫ লোক জমায়েত হয়েছে।
খবর পেয়ে পুলিশের টহল দলের সদস্যরা তৎক্ষনাৎ ঘটনা স্হলে পৌছিলে দূষ্কৃতিরা বিপদ বুঝতে পেরে দিকবিদিক পালিয়ে যাওয়ার সময় পুলিশ ২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃত ২ জনের কাছে আওয়ামীলীগের বানী সম্বলিত ১টি ব্যানার, ১টি মোটরসাইকেল, ৪ টি মোবাইল ফোন ও ১টি স্টুডেন্ট আই ডি কার্ড পাওয়া যায়।
গ্রেফতার কৃত দের জিজ্ঞাসা বাদ কালে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে তারা সকলে একত্রিত হয়েছিল। নিষিদ্ধ ঘোসিত ছাত্রলীগের পলাতক সদস্য দের গ্রেফতারের লক্ষ্যে কাহারোল থানা পুলিশ ও গোয়েন্দার তৎপরতা ও অভিযান অব্যাহত আছে। গ্রেফতার কৃতরা হলেন, দিনাজপুর শহরের ঘাসি পাড়া এলাকার খুরশিদ আলমের ছেলে আরিফ আলম ও সুইহারী এলাকার আব্দুল জব্বারের ছেলে আসাদ। কাহারোল থানায় তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, শিশুসহ নিহত ৫
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.