পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-মানবিক কাজে পটিয়ার সাধারণ মানুষের কাছে অনেক পরিচিত লাভ করেছেন সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে চলা আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া।
আজ ৩০ জুন (আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়া এর ২০২৫ বোর্ডের ছয় মাস পূর্ণ হলো। গত জানুয়ারি হতে আজ ৩০ জুন ২০২৫।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের পটিয়া ক্লাবের সকলের আন্তরিকতা ও সহযোগিতায় প্রতিটি মাসেই নানা সেবা পরিচালনা করার তৌফিক দান করেছেন আমীন।
আগামী দিনে সকল মাসেই আপনাদের আন্তরিকতা সহযোগিতা নিয়ে এ বছর আমরা আরও সফলতা অর্জন করতে পারবো সে প্রত্যাশা রাখছি।
এপেক্স ক্লাব অব পটিয়া সভাপতি এপে. আলমগীর আলম বলেন মানুষের জন্য কাজ করতে পারা অনেক আনন্দ এবং সৌভাগ্যের যা আমরা করে যাচ্ছি।
আপনারা শুনে আনন্দিত হবেন” যে ( ছয় মাসে) এপেক্স ক্লাব অব পটিয়া যে সব সেবা কার্যক্রম পরিচালনা করেছেন তার একটা ডকুমেন্টারি তৈরির কাজ এগিয়ে চলছে ইনশাআল্লাহ তা অল্প সময়ের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছি।
আপনাদের আন্তরিকতা ভালবাসা,ও সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের প্রিয় এপেক্স ক্লাব অব পটিয়া।
আমি সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পাশে থাকার আহবান জানাচ্ছি।
ডিস্ট্রিক্ট-৩ এর কোন গভর্নর এপে.সৈয়দ মিয়া হাসান বলেন মানবিক মানুষ তৈরি এবং তাদের নিয়ে মানুষের সেবায় আমাদের এ পথচলা আমরা চাই সমাজে কেউ যেন অবহেলিত না থাকে।
সকলের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা এ কাজগুলো করে যাচ্ছি সামনেও তা রাখতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ শেরপুর সীমান্তে ভারতীয় মদ পাচারের চেষ্টা,২৭৬ বোতল মদ জব্দ
Leave a Reply