এ.এস আব্দুস সামাদ: শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মোল্লা টাওয়ারের নিচতলায় অবস্থিত “শৈলকুপা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র”-এর দক্ষিণ-পূর্ব পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। স্থানীয়দের অভিযোগ, ২০১৫ সাল থেকে আশপাশের ভবনগুলোর বাসাবাড়ি এবং টাওয়ারের উপরের তলার একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়মিতভাবে এখানে বর্জ্য ফেলে আসছে।
এলাকাবাসীর ভাষ্য, ময়লার দুর্গন্ধে জানালা খোলা যায় না। রোগী ও স্বজনদের নাকে রুমাল চেপে চলতে হয়। বিশেষ করে প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের জন্য এটি চরম কষ্টদায়ক।
তারা জানান, পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও ময়লা অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকলেও বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে।
ভুক্তভোগীরা বলেন,
“এই এলাকায় ময়লা ফেলা বন্ধ করতে হবে। দ্রুত ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার দাবি জানাই।”
তারা পৌরসভা এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, আটক- ৫
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.