মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : মৌলভীবাজারে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি, স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, এই চক্রটি একাধিক বড় ডাকাতির সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ রায়হান মিয়া (২৫), সাং কামরাখাইর, জগন্নাথপুর, সুনামগঞ্জ ২। আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), নওধার পূর্বপাড়া, বিশ্বনাথ, সিলেট — তিনি বিশ্বনাথ থানার একটি হত্যা মামলার প্রধান আসামি এবং তার নামে ৮-১০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ৩। মোঃ আফাজ মিয়া (৪৯), পারকুল, নবীগঞ্জ, হবিগঞ্জ ৪।
মোঃ মনর মিয়া (৫৫), কামরাখাইর, জগন্নাথপুর, সুনামগঞ্জ — তার বাড়ি থেকে দুটি পাইপগান, হাইড্রোলিক কাটার, শাবল ও মুখোশ উদ্ধার হয়। ৫। অশোক কুমার দে (৪০) ৬। তোফায়েল আহমদ ওরফে তোফা (৩৬), মোবারকপুর, ওসমানীনগর, সিলেট — তার বিরুদ্ধে ১০-১৫টি ডাকাতির মামলা রয়েছে এবং এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। ৭। দিনেশ কর্মকার (৬৫) — তার দোকান থেকে ৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং ৮ লাখ ৬ হাজার ৯৮২ টাকা উদ্ধার হয়।
উদ্ধার করা হয়েছে, ২টি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ১টি হাইড্রোলিক কাটার, ১টি তালা ভাঙার শাবল, ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ।
৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার, নগদ ৮,০৬,৯৮২ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে আরও জানা যায় যে, তারা গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে খলিলপুর ইউনিয়নের বাগারাই গ্রামে প্রবাসী আব্দুর রহিমের বাড়িতে সংঘটিত একটি ডাকাতিতেও অংশ নেয়।
পুলিশের এ সফল অভিযানের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply