নাজিরপুর প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর নাজিরপুর উপজেলা কমিটিতে মোঃ রাসেলকে কার্যকরী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার, পহেলা বৈশাখ সন্ধ্যায় এক সাংগঠনিক সভা শেষে মোঃ রাসেলকে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পড়িয়ে দেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিএস নাজিরপুর উপজেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম লিংকন, এবং অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।
সংস্থার পক্ষ থেকে মোঃ রাসেলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংস্থার কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
নিজ বক্তব্যে মোঃ রাসেল বলেন,
“আমি আমার সাধ্যমতো সংস্থার পক্ষ থেকে সকল দায়িত্ব পালন করবো। মানবাধিকার ও গণমাধ্যমের পক্ষে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এই নিয়োগের মাধ্যমে এনপিএস-এর নাজিরপুর উপজেলা কমিটির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যাক্তিবর্গ।
Leave a Reply