ষজামালপুর প্রতিনিধি
আসন্ন সার্বজনীন দূর্গাপূজা যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, পৌর কাউন্সিলর রাজীব সিংহ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, শহর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সিদ্ধার্থ শংকর রায়, সাধারণ সম্পাদক রাজন সিংহ, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুরেন্দ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক শ্রী দিপেন্দ্র চন্দ্র সুত্রধর।
অনুষ্ঠানে সদর উপজেলার ৬৪টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এছাড়া আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা যায় পূজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি টিভি স্থাপন, গ্রাম পুলিশ মোতায়েন, ১২—১৫ জনের স্বেচ্ছাসেবক মোতায়েন, মাদক ও জুয়া সংক্রান্ত সতর্ক থাকা,
আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ইভটিজিং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, যানজট নিরসনে সতর্ক থাকা সহ আগুন নিয়ন্ত্রণে পানি ও বালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন কুড়িগ্রাম -৪ আসনে মানুষের স্বপ্ন পূরণ করতে দিনরাত কাজ করছেন, প্রতিমন্ত্রী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.