এম.এ রফিক
শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করলেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
জনসেবায় সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়।
জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্ত্রী রায় এর কাছ থেকে বৃহস্পতিবার তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় তথা জাতীয় পুরস্কার হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, এই কর্মকর্তা দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনাম, সাহস ও দক্ষতার সঙ্গে কাজ করছেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। মানবিকতা, সাহসিকতা এবং সততার মাধ্যমে তার কাজ দেখে জামালপুর সদর উপজেলাবাসী মুগ্ধ।
মাত্র দুই বছরে তিনি জামালপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নির্মান ও বিতরণ করে আসছেন।
এছাড়া সরকারের সকল কাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই কর্মকর্তা।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন স্বীকৃতি মানুষের কর্মস্পর্ৃহা বৃদ্ধি করে।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে আমি জামালপুর জেলা প্রশাসক মহোদয় শ্রাবস্ত্রী রায়, জেলা প্রশাসনের সকল সিনিয়র কর্মকর্তাসহ সহকর্মীদের জানাই কৃতজ্ঞা ও ধন্যবাদ।
এই অর্জন উপজেলা প্রশাসনের, জামালপুর সদরে কর্মরত সকল সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ও সহযোগিতার কারণে আজ এই স্বীকৃতি।
আমি সকলের কাছে আগামীতেও সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থতম মৃত্যু বার্ষিকী পালিত
Leave a Reply