ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৭মার্চ)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা সদর বঙ্গবন্ধু স্কোয়ারে মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃআনোয়ারুল আবেদিন খান তুহিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মুনসুরের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মুনসুরের সভাপতিত্বে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃআনোয়ারুল আবেদিন খান তুহিন,আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া,জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ,নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্য মিজানুর রহমান আকন্দ, বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির,সাংবাদিক রবিউল আলম ফরাজী,ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল,আওয়ামীলীগ নেতা মাহদিউল আলম সারোয়ার সোহাগ,নান্দাইল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু,উপজেলা ছাত্রেলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম,তাবাসসুম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্টানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু সহ প্রিন্ট ও ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিক দলীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন নাগরপুর ভারড়া ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক
Leave a Reply