স্টাফ রিপোর্টার:
জামালপুর পৌর যুবলীগের আহবায়ক হিসেবে প্রার্থীতা ঘোষনা করেছেন দুঃসময়ের কান্ডারী রাজপথ কাপানো মোঃ দিলশাদ হোসাইন দিপু (৩৭)।
সম্প্রতি প্রার্থী হিসেবে দলীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তিনি। এরপর থেকেই সব প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান মোঃ দিলশাদ হোসাইন দিপু জামালপুর পৌর যুবলীগের আহবায়ক পদে দায়িত্ব পাবেন বলে আশা দলীয় নেতাকর্মীদের।
২০০০ সালে জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মনোনিত হয়ে রাজনৈতিক পথচলা শুরু জামালপুর শহরের মুকুন্দবাড়ির বাসিন্দা মো: দিলশাদ হোসাইন দিপুর।
এরপর ২০০২ সালে জামালপুর পৌর ছাত্রলীগের দক্ষিন শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি শেষে ২০০৫ সালে জামালপুর পৌর যুবলীগের আওতাধীন ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন-আহবায়ক এর দায়িত্বে মনোনিত হন তিনি।
এরপর ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক ও ২০১৩ সাল থেকে পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সরকারের সময় একাধিক রাজনৈতিক মামলার আসামী হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন রাজপথ কাপানো মোঃ দিলশাদ হোসাইন দিপু।
এছাড়াও ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছর যাবত সকল দলীয় কর্মসূচীর অগ্রভাগে ছিলেন দিপু। দায়িত্বে থাকাকালীন জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ডকে সবসময় রেখেছেন সুসংগঠিত।
ত্যাগী এই নেতাকে জামালপুর পৌর যুবলীগের আহবায়ক হিসেবে দেখতে চায় দলটির সকল স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুনঃ বকশীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা
Leave a Reply