1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  4. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন

সভাপতি পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামীলীগ মেরুরচর ইউনিয়ন শাখা

একুশের কাছে জাতি চিরঋনী – সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

অরল্যান্ডো উনিশে ফেব্রুয়ারী : সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগ গত ১৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটায় ঐতিজ্যবাহী বোম্বে গ্রীলে অমর একুশের স্মরণসভা অনুষ্ঠিত হয় । খবর বাপসনিউজ।

একুশ বাঙালি জাতির প্রেরণার অনির্বান শিখা । একুশ না হলে একাত্তর হতোনা ।

একুশের অঙ্কুরিত বীজ থেকে যুক্তফ্রন্টের মাধ্যমে ভাষার অধিকার ,স্বাধিকার আন্দোলন , শিক্ষা আন্দোলন ,গণ অভ্যুথান , সত্তরের নির্বাচন ,সাতই মার্চের ভাষণ , অসহযোগ আন্দোলন , স্বাধীনতা ঘোষনা ও অবশেষে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে ।

একুশের শহীদেরা বাঙালি শহীদের দীর্ঘ শোভাযাত্রার অগ্রপথিক । একুশ আমাদের স্বদেশ , মাতৃভূমি ,জাতিসত্তা , মাতৃভাষা ফিরিয়ে দিয়েছে ।

আদায় করে দিয়েছে বিশ্ব ভাষার স্বীকৃতিকে । ভাষার দাবিতে প্রথম বিদ্রোহ , প্রথম আত্মবলিদান , প্রথম বিজয় । একাত্তর বছর পূর্বে হাড়িয়ে যাওয়া সোনাঝরা সূর্যসন্তানদের স্মরণে শোকের প্রতীক কালো ব্যাজ , সাদা কালো শাড়ি ,কালো পাঞ্জাবী ধারণ করে অগণন মানুষের পদভারে বোম্বে চত্বরে মুখরিত হয় ।স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ।

পবিত্র কুরবান তেলাওয়াতে মাধ্যম সন্ধ্যা সাতটায় মহতি অনুষ্ঠান শুরু হয় ।তারপর জাতীয় সংগীত এবং শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

অতঃপর ভাষা শহীদ সহ স্বাধীনতার শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ।

এরপর রাষ্ট্র সমাজ ব্যক্তিজীবনে একুশের সর্ব ব্যাপী প্রভাব নিয়ে দৃষ্টিপাত করা হয় ।একুশ আমাদের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় , ভাষা সংস্কৃতির বিকাশে যে আলো জ্বালিয়েছে গানে বর্ণনায় তা পরিস্ফুটিত হয় মনোরম সাংস্কৃতিক পর্বে ।

দেশপ্রেমের কালজয়ী গান দিয়ে দর্শকদের বিমোহিত করেন প্রখ্যাত শিল্পী তালাত চৌধুরী , পল্লী ইসলাম , বীর মুক্তিযোদ্ধা খসরু , লিপি এবং ফারজানা । ধারা বর্ণনায় যাদের দক্ষতা সকলকে উজ্জীবিত করে তারা হলেন জসীমউদ্দীন , সালেহ করিম ও স্নিগ্ধা লিপি খান |

দীর্ঘ প্রস্তুতি পর্বে ঢাকা থাকে মনোরম ব্যানার ,ভাষা শহীদের প্রতিকৃতি নিয়ে আসেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন , দেশ থেকে সাদা কালো শাড়ি বিশেষ অর্ডার দিয়ে আনেন শাজাহান কাজী , শামসুস তোহা । আপ্যায়ন পরিতৃপ্তে ব্যাতিব্যাস্ত থাকেন শাহিদুল বাবু , রাকিবুল আলম , মাইনুল হক , শহীদ , জাহাঙ্গীর |

দৃষ্টিনন্দন শহীদমিনার স্থাপন করেন জসীম করিম মুনির মিম | সার্বিক তত্বাবধানে মাহবুব মিলন , তোহা , রুমেল , ফখরুল আহসান শেলী , তাননি আহমেদ , নুসরাতুল ইসলাম , সফুরা খানম , মিসেস জসীম , মিসেস করিম , ইউনুস ও ইকবাল বিশেষ ভূমিকা রাখেন ।

শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ , বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা , আনন্দ ধারা সাংস্কৃতিক গোষ্ঠী , বরিশাল বিভাগ সমিতি , মহিলা লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ ।

শিল্পীদের অপূর্ব মূর্ছনায় সমবেত সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ?…..” কালজয়ী গান সকলের অন্তরকে ছুঁয়ে দেয়।

পরিশেষে সভাপতি মোয়াজ্জেম ইকবাল ভাষা শহীদ , স্বাধীনতা শহীদ , জাতির জনকের প্রতি শ্রদ্ধা অর্পণ করে , উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।

আরও পড়ুন ফুলগাজী পুরাতন মুন্সির হাট বাজারে বনফুল এন্ড কোং মুন্সির হাট শাখার শুভ উদ্বোধন

মহান স্বাধীনতা দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park