মোঃ নোমান ইসলাম বিরামপুর( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার মোন্নাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ প্রদান করেন এমপি শিবলী সাদিক।
(১৬ ফেব্রুয়ারী)বৃহস্পতিবার সকালে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়নের জন্য মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকের হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন,মোন্নাপাড়া জামে মসজিদের উন্নয়নে এমপি সাহেব নিজ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন। বিরামপুর উপজেলা পরিষদ থেকেও দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে মসজিদ নির্মাণে আরও অনুদান দেওয়া হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান মো:রহমত আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, স্থানীয় আ’লীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে, ছুটে গেলেন কুমার বিশ্বজিৎ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.