মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি):-
ফুলগাজীতে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর যখম হয়েছেন।
আহতরা হলেন, উপজেলার দরবারপুর ইউনিয়নের পশ্চিম দরবারপুর গ্রামের ইসমাইল হোসেন (৩২) ও মুন্সীরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা বাদশা মিয়া (২৮)।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ফেনী- পরশুরাম সড়কের ফুলগাজী রেলওয়ে স্টেশন এলাকায় এঘটনা ঘটে।
জানাগেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে ইসমাইল হোসেন ও বাদশা মিয়া মুন্সীরহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
ফুলগাজী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৩-২২৫৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের (ফেনী -হ -১২-৭৫৫১) দুই আরোহী গুরুতর আহত হন।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক জানান, দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন।
আরও পড়ুন নান্দাইল পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী জুটনের বিরুদ্ধে প্রতারনা ও দুর্নীতির অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.