আল কাদরি কিবরিয়া সবুজ, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮শ’৪৫ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধা র্যাব-১৩। আশরাফুল ইসলাম (৩০) এবং তুহিন মিয়া (২৬) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের ফাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এরা হলেন আশরাফুল ইসলাম (৩০) ও তুহিন মিয়া (২৬)।
গ্রেফতার আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে এবং তুহিন মিয়া পলাশবাড়ী উপজেলার বিষ্ণুপুর গ্রামের এনামুল হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর অভিযানিক টীম তাদের গ্রেফতার করে। এসময় পলাশবাড়ী উপজেলার ঠুঁটিয়াপাকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষায় থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার শরীর তল্লাশি করে ৮শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.লাইছুর রহমান জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে পলাশবাড়ীতে থানায় মামলা দায়ের করেছে র্যাব গাইবান্ধা-১৩।
আরও পড়ুনশেরপুরের ঝিনাইগাতীতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের হাওয়া।
Leave a Reply