
বিশেষ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ ১ (হালুয়াঘাট -ধোবাউড়া ) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নিঃশেষ দ্রং দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন ।
শুক্রবার বিকেলে তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে হালুয়াঘাট উপজেলার সরচাপুর ব্রিজ থেকে প্রায় এক হাজার মটর সাইকেল নিয়ে নাগলা, ধারা, হালুয়াঘাট সদর গন-সংযোগ করেন।
পরে ধোবাউড়ায় উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার মাঝে থাকা ছোট ছোট বাজার গন-সংযোগ করে ধোবাউড়া সদরে মিছিল করে এক জনসভা করেন। বিভিন্ন বাজার উন্নয়ন ও শান্তি সমাবেশ করে নিঃশেষ দ্রং সরকারের টানা ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকান্ড-, সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরেন ।
ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য নিঃশেষ দ্রং আরো বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছা সাহসিকতা এবং আপসহীন দৃঢ় মনোভাবের কারণে বাংলাদেশের উন্নয়নের জনগণ ভোগ করছে।
আমি দীর্ঘ দিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। হালুয়াঘাট ও ধোবাউড়া উন্নয়নের ধারা অব্যাহত ও অবহেলিত মানুষের জীবন মান উন্নতির দিকে রাখতে আমি আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চাইবো।
গরিবের বন্ধু বিশিষ্ট শিক্ষানুরাগী নিঃশেষ দ্রং বলেন, দলীয় সকল কার্যক্রমের সাথে গরিব, দুঃখী, মেহনতি ও অসহায় মানুষের সেবা করে আসছি, আমাকে সুযোগ দেয়া হলে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি কাজ করে যাব।
আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ১ (হালুয়াঘাট -ধোবাউড়া ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন।
নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নিঃশেষ দ্রং আরো বলেন, দলীয় মনোনীত প্রার্থী হিসেবে আমি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলে সকলের সহযোগিতায় এই আসনটি জন নেত্রীকে উপহার দিতে পারব ।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট -ধোবাউড়া আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ -সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ
Leave a Reply