
শ্রী রাম বাবু বর্মন জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে “তরুণের উৎসব” উপলক্ষে অনুষ্ঠিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল খেলায় কালাই পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার ১০ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও উদয়পুর ইউনিয়ন দল। শুরু থেকেই মাঠে ছিল দুই দলের খেলোয়াড়দের দারুণ প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের উচ্ছ্বাস আর প্রাণবন্ত উৎসবের আবহ। নির্ধারিত সময়ে কালাই পৌরসভা দল প্রতিপক্ষ উদয়পুর ইউনিয়ন দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে। ম্যাচের একমাত্র গোলটি করেন পৌরসভা দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবু, যিনি অসাধারণ পারফরম্যান্সের কারণে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।
টুর্নামেন্টে অসামান্য পারফরম্যান্সের জন্য গোলরক্ষক কিবরিয়া নির্বাচিত হন “টুর্নামেন্টের সেরা গোলরক্ষক” হিসেবে, আর সার্বিকভাবে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান কাজী সেলিম।
খেলা পরিচালনা করেন রেফারি বাদল, আলিম ও জাহাঙ্গীর। ধারাভাষ্য দেন রামেল আলী রশিদ ও খোরশেদ রাহান, যাদের প্রাণবন্ত বর্ণনায় মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেন এক উৎসবমুখর পরিবেশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান। তারা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক,
আরও পড়ুনঃ শেরপুরের ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
Leave a Reply