
রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামের অসুস্থ তিন সন্তানের জননী পারভীন আক্তারকে খোঁজ নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। সোমবার (১০) নভেম্বর তিনি ওই নারীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।এসময় ইউএনও শাহ জহুরুল হোসেন অসুস্থ নারীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং তার সন্তানদের শিক্ষা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন।এ সময় উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামান, শিক্ষক মেজবাউল হক তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ।ইউএনও শাহ জহুরুল হোসেন অসুস্থ ওই নারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাদ্যসামগ্রীও প্রদান করেন।
আরও পড়ুনঃ দিনাজপুরে দুদকের গণশুনানি সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ
Leave a Reply