
রিয়াজুল ইসলাম প্রতিনিধিঃ সাবহেড:নিজেদের সঞ্চিত অর্থে মানবসেবায় নিয়োজিত তরুণদের প্রশংসায় মুখর স্থানীয়রা
বরগুনার আমতলীতে অসহায়, দরিদ্র ও বেওয়ারিশ মানুষের মাঝে খাবার বিতরণ করে সাড়া ফেলেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। ৬ নভেম্বর সংগঠনটির সদস্যরা নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে দুপুরের খাবার বিতরণ করেন।
তাদের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় গণমাধ্যমে শিরোনাম ও সম্পাদকীয়তে স্থান পেয়েছে। সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ এই তরুণরা প্রমাণ করেছেন—ইচ্ছা থাকলে নিজের সামান্য সামর্থ্য দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব।
আমতলী উপজেলার প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে স্বপ্নছোঁয়া যুব সংগঠন নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারা এতিম শিশুদের পড়াশোনার জন্য শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করছে, আর অসহায় বৃদ্ধদের জন্য কিনে দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় বাজার।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম
> “মানুষের হাসিই আমাদের প্রেরণা। সমাজের কল্যাণে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।”
স্বপ্নছোঁয়ার এমন কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে মানবসেবার নতুন অনুপ্রেরণা জাগাচ্ছে।
আরও পড়ুনঃ যশোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল সামিউল বুয়েটিনের হ্যাটট্রিকে শার্শার বিপক্ষে সদর জয়ী
Leave a Reply