
তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীর ভেদিকুড়া আমবাগান বাজার এলাকা থেকে ২১ হাজার টাকা জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়। আটক মেহেদী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক মেহেদীর কাছ থেকে উদ্ধার করা জাল নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট দেশে এনে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে, গত ৬ নভেম্বর দেশের একটি স্বনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়— শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্ত দিয়ে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করছে। প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ মাসে এসব জাল নোট মাদক ও প্রসাধনী চোরাচালানের রুট ব্যবহার করে দেশে ঢুকছে এবং অনেক সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন।
এ ঘটনার পর বাংলাদেশ ব্যাংক সীমান্ত এলাকায় বড় নোটের নগদ লেনদেন না করার নির্দেশনা দিয়েছে এবং ডিজিটাল লেনদেনের প্রতি জনগণকে উৎসাহিত করেছে।
আরও পড়ুনঃ যশোর শহরে ফ্ল্যাট দখল চাঁদাবাজি বোমা হামলা, হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
Leave a Reply