
মোজাম্মেল হক: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলার বিএনপি’র শিক্ষা বিষয় সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবু।
উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আরও খবর: দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু
Leave a Reply