
রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন’-এর ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুস সাকিব ও স্থায়ী সদস্য মেজবাহ তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মো. হাবিবুর রহমানকে সভাপতি এবং মো. সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহসভাপতি আশিকুর রহমান রানা, এনামুল হাসান ও নাজমুল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক জিহান হাসান স্বপ্ন ও মনির হোসেন; সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান; কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন; দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বিপুল; নারী সম্পাদক ইসরাত জাহান এ্যানি, সহ নারী সম্পাদক মেহেনাজ মীম; শিক্ষা সম্পাদক প্রভাষক মো. পাবেল মিয়া; প্রচার সম্পাদক সাংবাদিক রিপন রাজ; ধর্ম সম্পাদক এবিএম কামরুজ্জামান; স্বাস্থ্য ও রক্তদান সম্পাদক মো. হাসানুর রহমান হিরা; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোবাশ্বির হোসাইন রাকিব; যোগাযোগ সম্পাদক মশিউর রহমান স্বাধীন; আইন সম্পাদক আব্রাহাম লিংকন; পরিবেশ সম্পাদক মমিন আব্দুল্লাহ; দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুমন রানা; ক্রীড়া সম্পাদক মো. শাহিন মিয়া; সাহিত্য ও পাঠাগার সম্পাদক কবি এরশাদ জাহান; সমাজকল্যাণ সম্পাদক সোহানুর রহমান লেবু; ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল শিহাব; সাংস্কৃতিক সম্পাদক নুর আল জান্নাত শাকিল; সহসম্পাদক মো. রাশেদুজ্জামান, রহমত আলী হাসান ও মিলন কবির প্রমুখ।নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান বলেন,
সভাপতি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিশেষ সম্মান। রক্তদানসহ সব স্বেচ্ছাসেবী কার্যক্রমে নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে মানবতার সেবায় সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই।”বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২০২৬ সালের জন্য এক বছরের মেয়াদে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ এই মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে বকশীগঞ্জে রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম শুরু করে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।
আরও পড়ুনঃ ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়,স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি,বিএসএফ
Leave a Reply