
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ঠাকুরগাঁও শহর -এর আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন তৃতীয় থেকে দশম শ্রেণির মোট ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৪৯ জন পরীক্ষার্থী।
রুহিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আলী আজম। এছাড়া কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুবুর রহমান। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী রুবেল ইসলাম জানায়, প্রশ্নপত্র ছিল মানসম্মত ও পাঠ্যসূচি অনুযায়ী।
এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে আমি বেশ উৎসাহিত। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, আমি প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। প্রশ্নগুলো মজার ছিল, আর নতুন অভিজ্ঞতা পেয়েছি। আগামী বছর আরও ভালোভাবে প্রস্তুতি নেব।
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশরাফী জান্নাত বলেন, এই পরীক্ষার মাধ্যমে আমার মেধা যাচাইয়ের জন্য যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে এজন্য আমি অনেক আনন্দিত। এই পরীক্ষা থেকে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার আরেকটি অংশ হিসেবে অনেক ধারণা পেয়েছি।
আরেক শিক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ ছিল খুবই ভালো। এমন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আমাদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ায়। এর আগে আমরা ছিলাম আমাদের নিজ নিজ স্কুলের ভালো ছাত্র। কিন্তু এবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সবাই একসাথে পরীক্ষা দিয়ে আরও বেশি ভালো লাগতেছে যে এখানে আমাদের মেধা যাচাই হবে কোন স্কুলের শিক্ষার্থীদের কেমন মেধা তা এখানে ফলাফলের মাধ্যমে প্রকাশ হবে। আমি আশা করি, ভালো ফলাফল করতে পারব।
দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন ইসলাম বলেন, এ ধরনের পরীক্ষা আমাদেরকে ভবিষ্যতের বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করে। প্রশ্নগুলো ছিল চ্যালেঞ্জিং, কিন্তু সিলেবাসভিত্তিক।
পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সময়মতো প্রশ্নপত্র পৌঁছানো, উপস্থিতি নিশ্চিতকরণ এবং পরীক্ষার সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
আরও খবর:ইসলামী নেতৃত্ব ছাড়া এদেশের ভবিষ্যৎ অন্ধকার- কেএম আলমগীর
Leave a Reply