
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরের গোবরা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
অগ্নিদগ্ধ অবস্থায় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, অগ্নিকান্ডে মুদি ব্যবসায়ী সঞ্জয় দাস ও শৈলেন দাস, মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম এবং মিষ্টির দোকানদার আবুল বাসারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় এবং প্রায় ১১ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয়রা বলছেন, দোকানের ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ার কারণেও আগুন লেগে থাকতে পারে।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।
Leave a Reply