
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানার রুহিয়া ডাকবাংলো মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত সহ ঠাকুরগাঁওয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ঠাকুরগাঁও গঠনে নিজের ভাবনা তুলে ধরে বলেন, আগামীতে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ বিশ্বমানের কর্মমুখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন,
অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন হাসপাতাল স্থাপন এবং ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের মাধ্যমে সকল নাগরিকের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ঠাকুরগাঁওয়ের কৃষিনির্ভর অর্থনীতিকে আরো গতিশীল করতে আধুনিক কৃষি প্রযুক্তির সংযোজন, কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ কৃষকদের সার্বিক সহায়তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উক্ত নির্বাচনী উঠান বৈঠকে ঠাকুরগাঁও-১ আসেনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন এসব বক্তব্য রাখেন।
১নং রুহিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আনোয়ারুল হক নুরইর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সফিজুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী রুহিয়া থানা আমীর মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, রুহিয়া থানা শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ আব্দুল মান্নান, ১নং রুহিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ সাইদুর রহমান, পেশাজীবি নেতা মোস্তাফিজুর রহমানসহ রুহিয়া থানাধীন বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
Leave a Reply