
মোঃ মাসুদ রানা, খানসামা প্রতিনিধিঃ ধানের শীষের অঙ্গীকার, দেশ হবে জনতার”— এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আখতারুজ্জামান মিয়া বুধবার দিনব্যাপী খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৬ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি সাধারণ জনগণ, তরুণ সমাজ, কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং বর্তমান দেশের সার্বিক অবস্থা ও জনগণের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে বিএনপির গঠনতান্ত্রিক আন্দোলন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের গুরুত্ব তুলে ধরেন।
জননেতা আখতারুজ্জামান মিয়া বলেন,
দেশের মালিক জনগণ, আর সেই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে আনতে হবে। ধানের শীষ হচ্ছে গণমানুষের প্রতীক— এই প্রতীকেই জনগণের অধিকার ফিরে আসবে।
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
গণসংযোগকালে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত।
স্থানীয় তরুণদের অনেকেই জানান, প্রথম ভোটেই তাঁরা পরিবর্তনের প্রতীক ধানের শীষে ভোট দেবেন।
আরও পড়ুনঃ প্রেম করে বিয়ে, স্বামীর কানাডা যাওয়ার টাকা নিয়ে উধাও স্ত্রী
Leave a Reply