
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি ভাঙা কালভার্ট স্থানীয়দের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে রাস্তাটির মাঝের কালভার্ট ভেঙে পড়ে থাকলেও এখনো পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি।
গ্রামবাসীরা জানান, প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষ এই পথে যাতায়াত করে। ভাঙা কালভার্টের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে তলিয়ে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। কৃষকরাও বলেন, মাঠ থেকে ধান, সবজি বা অন্যান্য ফসল আনার সময় ভাঙা কালভার্টের কারণে ভ্যান ও ট্রলি উল্টে গিয়ে ক্ষতির মুখে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দা স্বপন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই কালভার্ট মেরামতের দাবি আমরা বারবার জনপ্রতিনিধিদের জানিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমরা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছি।”
এ বিষয়ে জানতে ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন,কালভার্ট টি দীর্ঘ ৭বছর ধরে ভেঙ্গে আছে। আমি এটা নিয়ে সবখানে দৌড়াইছি এবং প্রতি মিটিংয়ে কথা বলি। রাস্তাটি পাকা করণ হবে বিধায় এটা হচ্ছেনা। এসব কালভার্ট ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে হয় না। বিডি, এল, জি,ডি টাকা ছাড়া এই কালভার্ট সম্বব না।অথবা এডিপির টাকা দিয়েও করা যায় তবে এ টাকা শুধু চেয়ারম্যানদের দেয় এবারও ১১ লক্ষ টাকা পেয়েছে উপজেলা পরিষদ থেকে। এই কালভাট ব্যাপারে অনেক বার উপর মহলকে জানানো হয়েছে তারপর হয়নি।
এ বিষয়ে ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বাবুল বলেন, বরাদ্দ আসলে এখানে ডুকাই দিতে হবে। এটা জানা আছে আমাদের।এখন তো সুযোগ নেই। ইলেকেশনের পর ছাড়া হবে না।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান সরকার বলেন, বিষয়টা অবগত হলাম।এখন দেখতে হবে রাস্তাটি আইডি ভুক্ত কিনা।এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে কালভার্টটি মেরামত করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
Leave a Reply