
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিপাদ্য: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া তারা এও উল্লেখ করেন যে, স্থানীয় সমবায় সমিতিগুলোকে আরও সক্রিয় করে সদস্যদের আয় বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা গঠনে সহায়তা করতে হবে। তারা সমবায় খাতে যুব ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণন ও আর্থিক সহায়তা সহজতর করা সম্ভব।
আরও পড়ুনঃ দিনাজপুরের খানসামায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে উপজেলা কৃষি অফিসার
Leave a Reply