
মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরীঃতারিখ: ৩১ অক্টোবর ২০২৫ স্থান: শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ফাঁসিয়াখালী ইউনিয়ন, লামা, বান্দরবান।
৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ক্রীড়াপ্রেমী জনতার উপস্থিতিতে আজ অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ক্রীড়া সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট (২০২৫) এর বর্ণাঢ্য ফাইনাল খেলা। দিনভর মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
খেলার উদ্বোধন করেন —
আমির হোসেন, যুগ্ম-আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক মেয়র, লামা পৌরসভা।
প্রধান অতিথি ছিলেন —
রুবায়েদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), লামা, বান্দরবান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
আবু তাহের মিয়া, আহ্বায়ক সদস্য, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, লামা।
মোঃ ফসিউল আলম চৌধুরী, সাবেক সভাপতি, ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি।
মোঃ ইব্রাহিম, সভাপতি, উপজেলা কৃষক দল, লামা।
খেলার সভাপতিত্ব করেন —
মোহাম্মদ আলী আজম, সাবেক সভাপতি, গুলিস্তান বাজার কমিটি।
রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডান হাতের ছড়া একাদশ ও দক্ষিণ হায়দারনাশী একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দেখিয়েছে অসাধারণ কৌশল, গতি ও দলগত পারফরম্যান্স।
প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছায় দ্বিতীয়ার্ধে। শেষ মুহূর্তে দুই দলের শুরু করেছে যুদ্ধ কেউ পাইনি গোলের দেখা । রেফারির সিদ্ধান্ত অনুসারে ট্যাব রেকেট মাধ্যমে খেলা শেষ হয়
শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে ডান হাতের ছড়া একাদশ বিজয়ী হয়।
প্রধান অতিথি জনাব রুবায়েদ আহমেদ বলেন,
“যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে জাতি গঠনের পথে এগিয়ে নিতে হবে। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।”
উদ্বোধক জনাব আমির হোসেন বলেন,
“খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ফাঁসিয়াখালীতে এমন প্রাণবন্ত টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি আবু তাহের মিয়া তাঁর বক্তব্যে বলেন,
“এমন আয়োজন শুধু আনন্দই নয়, সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়। আগামী বছরও আরও বড় পরিসরে আয়োজনের আশা রাখি।”
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। মাঠজুড়ে তখন আনন্দ আর করতালির ধ্বনি।
খেলার মাঠে হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করে— গ্রামীণ খেলাধুলা এখনও মানুষের হৃদয়ের প্রাণস্পন্দন
আরও পড়ুনঃ নড়াইলে জমিজমা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৭
Leave a Reply