
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এক দীর্ঘ যাত্রা উদযাপন করলো রাজিবপুর যুবদল
কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এই দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনের সূচনা হয় থানা মোড় এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিলের মাধ্যমে। র্যালিটি রাজিবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার তিনটি ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। “গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজিবপুরের রাজপথ।
র্যালি শেষে থানা মোড় এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রথম সদস্য অধ্যক্ষ মাহবুবুর রশিদ মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা সাব্বির হোসেন মণ্ডল, এ কে এম ওসমান গনি, ও তিনটি ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়া এই সংগঠন দেশের তরুণ সমাজকে জাগ্রত করেছে ন্যায়ের পথে।”
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের নানা অব্যবস্থা, যুব সমাজের বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলে ধরেন। তারা আরও বলেন, “যুবদলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে, কারণ তারুণ্যই আগামী দিনের নেতৃত্ব।”
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৭ বছরের এই পথচলায় সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আরও পড়ুন :রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Leave a Reply