
মালিকুজ্জামান কাকাঃ তিন প্রজন্মের মামা মাসুদ রানা কালু মৃত্যু বরণ করেছেন। (ইন্না – – রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শুক্রবার বাদ জুম্মা তার দোয়া ও এতিম ভোজ অনুষ্ঠিত হবে।
যশোর শহরের রেলগেটস্থ ঐতিহ্যবাহী ডোমার হোটেলের বিশ্ব প্রেমিক কালু শ্বাস কষ্ট জনিত কারণে মৃত্যু বরণ করেন। সদা হাস্যজ্জল এই মানুষটির জানাজায় সহস্র মানুষ হাজির হয়েছিলেন। শহরের ৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষ জন ছাড়াও বেজপাড়া, শঙ্করপুর, ঘোপ, খড়কি, আরএনরোড, শহরতলীর চাঁচড়া, পুলেরহাট, খোলাডাঙ্গা, আরিফপুর, পালবাড়ি ও পুরাতন কসবার কালু ভক্তরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার জানাজা শেষে তাকে চাঁচড়া রাজবাড়ী কবরস্থানে দাফন করা হয়। এ সময় মানুষ জন হাউ মাউ করে কাঁদতে থাকেন। ঐ সময় কবর স্থানে এক ঋদয় বিদারক দৃশ্যর সৃষ্টি হয়।
তিনি যশোরের সাবেক বেনাপোল বাসস্ট্যান্ডস্থ ডোমা হোটেল মালিকের ভাগ্নে। তার পিতা মঈন খান ও মাতা সাইদা আগেই পাকিস্তানে মৃত্যু বরণ করেছে।
আমাদের প্রবীণ নারী পুরুষ মাসুদ রানা কালু কে মামা বলে ডাকতেন। আমরা, এমন কি আগামী প্রজন্ম অর্থাৎ আমাদের সন্তানরা তাকে কালু মামা নামে ডাকে।
পরিবার থেকে জানানো হয়েছে শুক্রবার বাদ জুম্মা রেল স্টেশন মাদ্রাসার এতিমদের ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ আমরা দূর্নীতি র সাথে সম্পৃক্ত হবো না এবং কাউকে দূর্নীতি করতে দেব না- মামুনুল হক
Leave a Reply