
কাহারোল, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ( টিএমএস) কর্মীকে শ্লীলতাহানির চেষ্টাকে কেন্দ্র করে প্রতিবাদকারী আপন দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযাোগে দুষ্কৃতিকারীকে আজ ২২ অক্টোবর সকাল ১১ টায় গ্রেপ্তার করে কাহারাোল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি উপজেলা ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ খোকন (৩৫)।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে টিএমএসএস কর্মী মোছাঃ ফারজানা আক্তার ফেন্সি (২৫) কাহারোল মহিলা ডিগ্রী কলেজ এলাকা অফিস থেকে বাড়ি ফেরার পথে আসামি খোকন তার পিছু নিলে, সে ভয়ে দৌড়ে তার ভাড়া বাসায় গিয়ে বাড়ির মালিক জাহাঙ্গীরকে ঘটনা খুলে বলে। বাড়ির মালিক বাহিরে বের হলে সে পালিয়ে যায়।
পরদিন সকালে ঘটনার পার্শ্ববর্তী সাবেদ আলীর মুদির দোকানে সামনে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম ও তার ভাই সোহেল রানা আসামি খোকনকে এ ঘটনা নিয়ে কথা বলতে গেলে, কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়।
এতে ভাড়া বাড়ির মালিক মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ সোহেল রানা গুরুতর আহত হলে জাহাঙ্গীরের সাথে থাকা ভুট্টা ক্রয়ের ৩ লক্ষ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় খোকন। এ সময় এলাকাবাসী আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ঘটনায় এনজিও কর্মী ফারজানা আক্তার ফেন্সি কাহারোল থানায় একটি অভিযোগ দাখিল করলেও পরে তিনি নিজের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করে নেন সেই সাথে কাহারোল থেকে বদলি নিয়ে অন্য উপজেলায় চলে যান।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা নিশ্চিত করে জানায়, এজাহার গ্রহণ করে অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে আসামি খোকনকে আটক করে, ৩২৩,৩২৪,৩২৫,৩০৭,৩৯৭/৫০৬ ধারায় মামলা দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।এ ব্যাপারে কাহারোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৯ তারিখ ২২-১০-২০২৫ ইং।
আরও খবর: নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
Leave a Reply